মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

নর্থ সাউথ ইউনিভার্সিটি : চার্লস ডারউইন ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি সই

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির (সিডিইউ) সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আগে এনএসইউ আয়োজিত ‘উচ্চ শিক্ষায় টেকসই নেতৃত্ব’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
এনএসইউ এর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও চার্লস ডারউইন ইউনিভার্সিটির প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম তার ডিন, বিভাগীয় প্রধান এবং একাডেমিক প্রধানদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চার্লস ডারউইন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য ও সভাপতি অধ্যাপক স্কট বোম্যান প্রতিনিধিত্ব করেন তার উপউপাচার্য ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব, এসডিজিবিষয়ক, প্রধানমন্ত্রীর কার্যালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়