অর্থনৈতিক অঞ্চলে সৌদিকে জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগের সংবাদ

চিকিৎসা গবেষণায় আগ্রহ কম : বরাদ্দ, অবকাঠামো সীমিত > প্রণোদনা স্বল্পতা > প্রাইভেট প্র্যাকটিসে মনোযোগ বেশি

পরের সংবাদ

ইটভাটার গাড়ি চলাচলের প্রভাব : ধুলোময় রায়গঞ্জের সড়ক স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জের আঞ্চলিক সড়কগুলোতে ইটভাটার যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে রাস্তায় চলাচলরত শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের যাত্রীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। মুখে মাস্ক, রুমাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষ।
সিমলা জিরো পয়েন্ট থেকে শুরু করে ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজার পর্যন্ত এবং ধামাইনগর বাজার থেকে নিমগাছী বাজার পর্যন্ত সড়কটি যেন ধুলোর রাজ্য। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী, যাত্রী, পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রুদ্রপুর, বাঐখেলা, ডুমরাই, ধামাইনগর, ষোল মাইলগ্রামসহ বিভিন্ন কলেজ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের উপর প্রভাব পড়ছে। যাত্রীবাহী বাস, ট্রাক ও বালুবাহী ড্রামট্রাক ও ভারি যানবাহনগুলো চলাচলের কারণে পুরোসড়কে কুয়াশার মতো ধুলা উড়তে দেখা গেছে। এ দৃশ্য দেখে মনে হয় এ যেন কুয়াশাছন্ন শীতের সকাল। অতিরিক্ত ধুলার কারণে এসব রাস্তায় অটো, রিকশা, বাস, মোটরসাইকেল যাত্রীসহ পথচারীরা দুর্ভোগের শিকার হওয়ার পাশাপাশি তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। সিএনজি চালক আলামিন হোসেন বলেন, ধুলোবালির কারণে রাস্তায় সামনের গাড়িগুলোও সহজে দেখা যায় না, এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। পথচারী শামীম হোসেন বলেন, রেললাইনের কাজে ও ইটভাটার যে সমস্ত মাটি ব্যবহার হচ্ছে তা সড়ক দিয়ে যাচ্ছে। তাদের সঠিক তদারকি না করার কারণে রাস্তা ধুলাবালুর স্তুপ হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রেস্তোরাঁ ও ব্যবসায়ীরা জানান, পন্যসামগ্রী, খাবার ঢেকে রেখেও ধুলোবালি থেকে রেহাই পাচ্ছেন না তারা। এতে খাবার ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত। স্কুলছাত্র রফিকুল ইসলাম বলেন, ধুলা থেকে রক্ষা পেতে এখন মাস্ক ব্যবহার করেও সস্তি পাচ্ছি না।
সাধারন মানুষের অভিমত, সংশ্লিষ্ট ইটভাটা ও কর্তৃপক্ষ যদি এ বিষয়ে নজর দিতেন, তাহলে অতিরিক্ত ধুলাবালি থেকে কিছুটা রেহাই পাওয়া যেত।
চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, ধুলাবালুতে বিভিন্ন রোগের জীবাণু থাকে। কমবয়সী ও বেশি বয়সী লোকজনের শ্বাসকষ্ট হতে পারে। ধুলাবালু মানব শরীরের ফুসফুসকে আক্রান্ত করে। সব সময় ধুলোবালি বেষ্টিত পরিবেশে থাকলে ফুসফুসে রক্তপ্রবাহ দুর্বল হয়ে পড়ে। সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিল প্রদাহ, গলাব্যথা, অ্যাজমা বিভিন্ন রোগ হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়