পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

স্বাধীনতা পদক পাচ্ছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৩ লাভের বিরল গৌরব অর্জন করতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বাধীনতা লাভের এ সংবাদ জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) সাঈদ মাহবুব খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তির তালিকার ৮নং ক্রমিকে স্থান পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নাম, যার ক্ষেত্র হিসেবে ‘সমাজসেবা-জনসেবা’ উল্লেখ করা হয়েছে। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভের এ বিরল সম্মান অর্জন করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই কৃতিত্ব ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভের এই মর্যাদা আমাদের দায়িত্ববোধ আরো বৃদ্ধি করেছে। আমি আশা করি, আমাদের কর্মীরা এতে উজ্জীবিত হবে, তাদের মনোবল আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিবারের সদস্যরা স্ব^াধীনতা পদক লাভ করায় আনন্দের জোয়ারে ভাসছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়