পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

মালয়েশিয়া : সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে তার প্রধানমন্ত্রীত্বকালে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও মুদ্রা পাচারের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার কুয়ালালামপুরের দায়রা আদালতে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মুহিউদ্দিন এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা বলে দাবি করেছেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্ব›দ্বী আনোয়ার ইব্রাহিমের কাছে পরাজয়ের তিন মাসের মাথায় বৃহস্পতিবার মুহিউদ্দিন গ্রেপ্তার হন, দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা তাকে গ্রেপ্তার করে।
এই পদক্ষেপ ‘প্রতিশোধপরায়ণ’ এবং রাজনৈতিকভাবে মুহিউদ্দিনকে ‘দুর্বল করে দেয়ার চেষ্টা’ বলে দাবি করেছেন তার সমর্থকরা। সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা মালয়েশিয়ার রাজনৈতিক উত্তেজনায় আরো ইন্ধন যোগাবে বলে মনে করা হচ্ছে। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস দেশ শাসন করা মুহিউদ্দিন মালয়েশিয়ার দ্বিতীয় নেতা, ক্ষমতা হারানোর পর যার বিরুদ্ধে অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হলো। শুক্রবার কুয়ালা লামপুরের দায়রা আদালতে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ৪টি ও মুদ্রা পাচারের ২টি অভিযোগ আনা হয়েছে।
সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন মুহিউদ্দিন; এর আগে অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন তিনি। মুদ্রা পাচারের অভিযোগে দোষী প্রমাণিত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত হলে হতে পারে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড। এর সঙ্গে যুক্ত হতে পারে বিপুল পরিমাণ জরিমানা। আদালত শুক্রবার মুহিউদ্দিনের জামিন মঞ্জুর করে তাকে তার পাসপোর্ট জমা দিতে বলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়