কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

সীতাকুণ্ডে এবার জাহাজ কাটতে গিয়ে আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : সীতাকুণ্ডে এবার একটি জাহাজভাঙা কারখানায় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডের বারআউলিয়া তাহের শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত মো. আশরাফ মোল্লা (৬৬) নামে ওই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মো. আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার ওসমান মোল্লার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার কাজ করার সময় আগুনে দগ্ধ হলে মো. আশরাফ মোল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়