এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

নিট এফডিআই বেড়েছে ৪ দশমিক ১১ শতাংশ

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুযারি) দেশে এফডিআইয়ের নিট প্রবাহ বেড়েছে ৪ দশমিক ১১ শতাংশ। এ সময়ে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ডলার, আগের বছর একই সময়ে যেখানে এসেছিল ২৭৩ কোটি ডলারের। স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে ২৭৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিলো। এরপরেই গত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে মূল্যস্ফীতি ব্যাপকহারে বেড়ে যায়। একইসঙ্গে বাড়তে শুরু করে ডলারের দাম। সেই সঙ্গে কমতে শুরু করেছে প্রবাসী আয়। এছাড়া রপ্তানির চেয়ে আমদানি বেড়ে যাওয়ায় দেশে বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়েছে। এসব সংকটের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বড়ায় সার্বিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ৮০ লাখ ডলারের এফডিআই এসেছিল দেশে, যা ছিল আগের ২০২০-২১ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি। এছাড়া গত অর্থবছরে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৩২৩ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। নিট বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল দেশে। এর মধ্যে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৬৩ কোটি ডলার। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে ওই বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়