জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

কোক স্টুডিওর ‘বনবিবি’ হাজির…

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এসেছে ‘কোক স্টুডিও বাংলা’ দ্বিতীয় সিজনের দ্বিতীয় গান। আগেই ঘোষণা দেয়া হয়েছে, গানটির নাম ‘বনবিবি’। গেয়েছে ব্যান্ড ‘মেঘদল’। ‘এ হাওয়ার’ রেশ কাটাতে গানটি ঘিরে শ্রোতাদের মাঝে ছিল বাড়তি আগ্রহ। সেই আগ্রহ-অপেক্ষার ইতি ঘটেছে গত ৩ মার্চ রাত ১টায়। কর্তৃপক্ষ জানাল, গানের পরিপূর্ণ স্বাদ দেয়ার জন্যই রাত ১টায় মুক্তি দেয়া হয়েছে। সময়টি বেছে নেয়ার বিশেষ কারণ হচ্ছে, এই সময়ে বনের পরিবেশ থাকে শান্ত। তাছাড়া এই গভীর রাতে দর্শক-শ্রোতারাও তাদের দৈনন্দিন জীবনের কোলাহলমুক্ত পরিবেশে থেকে গানটি উপভোগ করতে পারবেন।‘বনবিবি’ গানের কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। শিবুর কম্পোজে আর সংগীত প্রযোজনা করেছে ‘মেঘদল’। গানটির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানকে। এই গানের উপস্থাপনাও ‘কোক স্টুডিও’র অন্যসব গানের চেয়ে ভিন্ন। এর জন্য প্রাকৃতিক আবহে সাজানো হয়েছে সেট। আর সেখানে রহস্যময়ী বনবিবির চরিত্রে দেখা দিয়েছেন শিরিন আক্তার শিলা। গানচিত্রটির নির্দেশনা দিয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়