জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

অর্থবছরের আট মাস : রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি চট্টগ্রাম কাস্টমসে

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭৪৬ কোটি টাকা পিছিয়ে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ এ প্রতিষ্ঠান। আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এর মধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪৮২ কোটি টাকা, আগস্টে ৫ হাজার ৬৬১ কোটি, সেপ্টেম্বরে ৬ হাজার ৫৫৭ কোটি, অক্টোবরে ৬ হাজার ৫৫৭ কোটি, নভেম্বরে ৬ হাজার ৬০৪ কোটি, ডিসেম্বরে ৬ হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারিতে ৬ হাজার ৬৫২ কোটি, ফেব্রুয়ারিতে ৫ হাজার ৭৫৫ কোটি।
এছাড়া মার্চ মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিলে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, মে মাসে ৪ হাজার ৭১৭ কোটি টাকা ও জুন মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯ হাজার ২২০ কোটি ১৭ লাখ টাকা।
একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৯৬৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭৪৬ কোটি ৮৩ লাখ টাকা কম। তবে গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ৪ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।
এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমস সূত্র জানিয়েছে, ডলার সংকটের কারণে বিলাসীপণ্য আমদানি নিরুৎসাহিত করছে সরকার। যারা আমদানি করেছেন তারাও শতভাগ মার্জিনে এলসি খুলেছেন। আবার অন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতেও শৈথিল্য ছিল।
আরো জানা গেছে, এলসি যেমন কম হয়েছে, সে অনুপাতে আমদানিও কমেছে। আমদানিতে রাজস্ব আদায়ের কিছুটা স্থবিরতা বিরাজ করছে। তাছাড়া গত দুই-তিন মাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। আবার কিছু ক্ষেত্রে পণ্যের আমদানি নিয়ন্ত্রণে শুল্ক হার বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়