ডিএমপি কমিশনার : পুলিশকে তৎপর হতে হবে ভোরে

আগের সংবাদ

১৪ দলে আগ্রহ ছোট দলগুলোর : অপেক্ষায় কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট > মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একই প্ল্যাটফর্মে চায় আওয়ামী লীগ

পরের সংবাদ

সহজ-সরল জীবনের এক টুকরো ছবি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এক অখ্যাত গ্রাম। শহর থেকে আসা নতুন পোস্টমাস্টারের হাতে বন্ধ ডাকঘর নবজীবন ফিরে পাচ্ছে। বিষয়টি একটু চেনা লাগছে নিশ্চয়ই। হইচই-এর নতুন ওয়েব সিরিজে ‘ডাকঘর’-এর ট্রেলার যারা দেখেছেন, তাদের কারো মনে পড়ছে ‘পোস্টমাস্টার’ বা ‘তিন কন্যা’ ছবির কথা। আবার কেউ খুঁজে পাচ্ছেন হালের জনপ্রিয় ‘পঞ্চায়েত’ হিন্দি ওয়েব সিরিজের স্বাদ। কিন্তু সত্যিই কি তাই? নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের প্রতি এই সিরিজে নির্মাতাদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য? প্রশ্ন শুনে অবশ্য সিরিজের পরিচালক অভ্রজিৎ সেন বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইলেন। পরিচালকের মতে, তার সিরিজের সঙ্গে এই কনটেন্টগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই। বলছিলেন, ‘রবীন্দ্রনাথ বা সত্যজিৎ বাঙালি সংস্কৃতির একটা বড় অংশজুড়ে রয়েছেন। তাই অনুপ্রেরণা থেকে যায়। কিন্তু এই সিরিজের মাধ্যমে আমরা ওদের সচেতনভাবে শ্রদ্ধার্ঘ জানাতে চাইনি।’ বরং তিনি আগাম জানিয়ে রাখলেন, ‘ট্রেলার দেখে যারা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন, সিরিজটা দেখার পর কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হবে।’ গ্রামকেন্দ্রিক গল্প এখন বাংলা ছবিতে খুব বেশি তৈরি হয় না বলেই মনে করেন অভ্রজিৎ। তার কথায়, ‘সহজ-সরল জীবনের একটা একটা টুকরো ছবি দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছি। এটুকু বলতে পারি, গ্রাম এবং শহর উভয় দর্শক আমাদের গল্পে তাদের চেনা গ্রামজীবনকেই খুঁজে পাবেন।’ অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের সহযোগী পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন অভ্রজিৎ। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজকে বাস্তবের মাটি মিশিয়েই গড়েছেন তিনি। এই সিরিজে জুটি বেঁধেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়। নতুন এই জুটিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হলো পরিচালককে। তার কথায়, ‘খুব ভালো কাজ করেছে ওরা। কাঞ্চন দা (মল্লিক) রয়েছেন। আবার টিমে নতুনরাও রয়েছেন। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়