মিয়ানমারের ৩৭ শহরে মার্শাল ল’

আগের সংবাদ

পাঁচ ভোগ্যপণ্যে রোজার আঁচ : রমজান সামনে রেখে চিনি, ছোলা, খেজুর, ভোজ্যতেল ও মসলার দাম দফায় দফায় বাড়ছে

পরের সংবাদ

ভালোবাসার বিষ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভালোবাসার ফুলে আমি পাইনি সুখের ঘ্রাণ
দুখের সাগর দুখের নদী সব পেয়েছে প্রাণ
কষ্ট বুকে বাঁধি
প্রেমের শোকে কাঁদি
আকাশ বাতাস পূর্ণ আজই আমার পাওয়া দুখ
হৃদয় দিয়ে বাসলে ভালো নেই কি তবে সুখ

তোমার মুখের ছলের হাসি হার মানাতো সব
কথার সুরে হার মানাতো পাখির কলরব
নরম-কোমল ঠোঁটে
গোলাপ যেন ফোটে
কাজল চোখের চাওয়া আমার কাড়তো অবুঝ মন
তোমায় নিয়েই ভাবনা ছিল কাটবে জীবন-ক্ষণ

প্রেম আলাপন, সবই ছিল মিথ্যা স্বপন তাই
আমার ভালোবাসার বুকে আশার স্বপন নাই
নাইতো প্রাণের হাসি
কিংবা সুরের বাঁশি
আমার তরে বাজছে না আর, নিত?্য হারাই দিশ
স্বপ্নগুলোর ডাকল ইতি ভালোবাসার বিষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়