স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ২২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

আগের সংবাদ

সমাবেশে ওবায়দুল কাদের : হিরো আলমকে প্রার্থী রেছেন ফখরুলরা

পরের সংবাদ

বাংলাদেশের উদযাপন দেখেছেন মেসি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উন্মাদনা দেখেছে পুরো বিশ্ব। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটসহ আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের ছবি। এই উদযাপন দেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিও।
বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’কে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারের একপর্যায়ে উঠে আসে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি। মেসি বিষয়টি জানেন কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি। বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পৃথিবীর নানা প্রান্তে দেখা যায়। যা সত্যিই দুর্দান্ত।’
সৌদি আরবের কাছে হারের পর অনেকটাই হতাশ ছিলেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। তবে এরপর থেকে প্রতিটি ম্যাচ জেতার পর হৈ হুল্লোড়ে মেতে উঠেছিল তারা। এই উদযাপনের নানা ভিডিও আর্জেন্টাইন বেশ কিছু ফুটবলবিষয়ক সোশ্যাল মিডিয়া গ্রুপ শেয়ার করে। এমনকি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের স্মরণ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো ম্যারাডোনার পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’ এছাড়া বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
বাংলাদেশের বিষয়টি ছাড়াও আলোচনায় উঠে আসে পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে। তবে মেসি খেলবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত মতামত দেননি। তিনি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ সালে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন আমার মনে হবে ভালো অবস্থায় আছি এবং উপভোগ করছি, ততদিন খেলে যাব। পরের বিশ্বকাপ হতে এখনো অনেক দিন বাকি, কিন্তু এটা নির্ভর করছে আমার ক্যারিয়ার কেমন চলছে তার ওপর।’

একই সাক্ষাৎকারে তিনি আবারো বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দেন। কাতালান ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে পাড়ি জমান পিএসজিতে। খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল অনেক। তবে খেয়োয়াড় হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করতে না পারলেও ব্যক্তি হিসেবে বার্সেলোনায় ফিরবেন বলে জানান তিনি। আর্জেন্টিনা, স্পেন এবং কাতালোনিয়ার নাগরিক মেসি। ক্যারিয়ার শেষে বার্সেলোনাতেই বাস করবেন বলে জানিয়ে তিনি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরব, এটা আমার ঘর। ক্যারিয়ার শেষে আমি সেখানেই থাকব।’
পিএসজির সঙ্গে চুক্তি এখনো ঝুলে আছে। তাই বার্সেলোনার সামনেও সুযোগ থাকবে মেসিকে টেনে নেয়ার। অনেকে ধারণা করছেন এই ঘোষণার মাধ্যমে কোচ হিসেবে বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়