চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

তাহিরপুর : এবার ১০৭ বস্তা কয়লাসহ চোর গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে ১০৭ বস্তা চোরাই কয়লাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষ্ণতলা গ্রামের দিগেন্দ্র সরকারের ছেলে দিগেন সরকার (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ শাহাদৎ হোসেনের নেতৃত্বে দিগেন সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রান্নাঘরের পাশে লুকিয়ে রাখা ১০৭ বস্তা চোরাই কয়লাসহ দিগেনকে গ্রেপ্তার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, দিগেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত এক সপ্তাহে দুই দফায় চারাগাও শুল্ক স্টেশনের আমদানিকারকরা ১০ লাখ টাকা মূল্যের ৪০ মেট্রিক টন চোরাই কয়লা ও প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১২০ মেট্রিক টন চুনাপাথর উদ্ধার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়