চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সালাম বরকত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছাত্রী হলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বেগম সুফিয়া কামাল হল। গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এতে ছাত্রদের দুটি হল মোট ৪৭ পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে এবং ছাত্রী হলের চ্যম্পিয়ন দল পেয়েছে ৫২ পয়েন্ট। এছাড়া এককভাবে শহীদ সালাম বরকত হলের মো. রাসেল মাহমুদ ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিফাত ফারহান সানি ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে। এবারের প্রতিযোগিতায় দ্রুততম মানব ও মানবী হয়েছেন সিফাত আরাফাত সানি ও ফাতেমা তুজ জহুরা।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু বলেন, প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পরে এবারই প্রথম ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। আমাদের সবসময় চেষ্টা থাকে ছাত্ররা যেন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং খেলাধুলা অব্যাহত রাখে। ভবিষ্যতেও শহীদ সালাম বরকত হল চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করি।
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবদুুল্লাহ হেল কাফির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্টরা, বিভাগীয় সভাপতিরা এবং শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়