মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৭০

আগের সংবাদ

রাজশাহীর জনসভায় শেখ হাসিনা : আ.লীগ কখনো পালায় না

পরের সংবাদ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : বিএনপি মৃত ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করছে

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, চাঁদপুর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেয়ার অধিকার আছে। কিন্তু যেই ইস্যু মৃত, সেই মৃত ইস্যু নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কোনো রাজনৈতিক দলের জন্য কতটা সঠিক কাজ এটাও তাদেরকে দেখতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত, বহুদিন থেকেই মৃত। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে বিএনপি। বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক করতে গিয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর কোনো অর্থ হয় না।
শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির অন্য কোনো ইস্যু নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ যে অবস্থায় আছে, যে কোনো সময়ের থেকে তারা এখন ভালো অবস্থায় আছে। এখন একটি বৈশ্বিক সংকট সারা পৃথিবীতে চলছে। সেটা ছাড়া দেশ ভালো অবস্থানে আছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে, মানুষের পেটে ভাত আছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের পদ্মা সেতু হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। হাতে হাতে মানুষের মোবাইল। মোবাইল ব্যবহার করে কতরকমের কাজ করছে মানুষ।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে। এখন প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। তারা নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন। এ সময় চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়