মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৭০

আগের সংবাদ

রাজশাহীর জনসভায় শেখ হাসিনা : আ.লীগ কখনো পালায় না

পরের সংবাদ

চার তরুণ কবি ও লেখক পেলেন কালি ও কলম পুরস্কার

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২২’ পেয়েছেন চারজন। তারা হলেন- কবির কল্লোল (কবিতায়), মাসউদ আহমাদ (কথাসাহিত্যে), নিবেদিতা রায় (প্রবন্ধ ও গবেষণায়) এবং মাহফুজ রহমান (শিশু-কিশোর সাহিত্যে)। গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী হাশেম খান। এতে সভাপতিত্ব করেন কালি ও কলম এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
বিজয়ী লেখক ও কবিদের অভিনন্দন জানিয়ে হাশেম খান বলেন, কালি ও কলমের প্রথম সংখ্যা থেকেই আমি পড়ি, কালি ও কলম আমার মনের খোরাক জোগায়। আমি বিশ্বাস করি, নতুন লেখকরা তাদের আরো অনেক সৃষ্টি দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, আর আমার মতো পাঠকদের উজ্জীবিত করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন এবারের বিচারকমণ্ডলী ইমদাদুল হক মিলন, আবুল মোমেন ও খালেদ হোসাইন, কালি ও কলম সম্পাদক সুব্রত বড়–য়া, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কালি ও কলম প্রকাশক আবুল খায়ের। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অনুসরণে শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় ‘কহে বীরাঙ্গনা’ পরিবেশিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়