মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৭০

আগের সংবাদ

রাজশাহীর জনসভায় শেখ হাসিনা : আ.লীগ কখনো পালায় না

পরের সংবাদ

গুলিয়াখালী সি-বিচে অভিষেক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে গুলিয়াখালী সি-বিচে অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির সভাপতি শামিমা আক্তার লাভলীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
সম্মানিত অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের। বিশেষ অতিথি ছিলেন- মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক মার্শেল কবির পান্নু। প্রধান বক্তা ছিলেন ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দীন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈমুন উদ্দীন মামুন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো, সালাহউদ্দীন, সার্জেন্ট (অব.) মজিবুর রহমান, জুবায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নাজনীন আক্তার পান্না, কামরুন্নাহার নীলু, আলেয়া বেগম, রিজিয়া মেম্বার, নার্গিস মেম্বারসহ প্রমুখ। প্রধান অতিথি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, সামনে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। তাদের রাজপথে মোকাবিলায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের গড়া এ সংগঠন নিঃসন্দেহে বলিষ্ঠ ভূমিকা রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি।
সকাল ১০টায় শুরু হয়ে দ্বিতীয়ার্ধে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের ও সেকান্দর হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়