‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

ময়মনসিংহের এসপি : ১০৩ টাকায় মিলবে পুলিশের চাকরি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : স্থানীয় শহীদ হারুন পার্কে গৌরীপুর থানার উদ্যোগে গতকাল বুধবার বিকালে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান আলোচক ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম বলেছেন, জেলায় মাত্র ১০৩ টাকায় মিলবে পুলিশের চাকরি।
ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আ. রহিম, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন এমপি।
এ সময় বক্তারা আরো বলেন, মাদক ও জুয়ার কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নারী নির্যাতন বৃদ্ধি পায়। যে কোনো মূল্যে মাদককে নির্মূল করতে হবে। আলোচনা সভা শেষে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়