‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

বারইয়ারহাট পৌর মেয়রের সংবাদ সম্মেলন : উন্নয়ন ঘিরে নানা মাধ্যমে অপপ্রচার চলছে

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র দাবি করেছেন, তিনি মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে জনস্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। যা ইতিবাচকভাবে উপস্থাপন না করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমসহ নানা প্রচার মাধ্যমে।
গতকাল বুধবার দুপুর ১২টায় পৌরসভা সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন।
এসময় তিনি বলেন, এতদিন পৌরসভা এলাকায় যত্রতত্র বাস, মাইক্রোবাস, লেগুনা, পিকআপসহ নানা ধরণের যানবাহন পার্কিং করে থাকতো।
সম্প্রতি তিনি এসব যানবাহনের জন্য আলাদা আলাদা টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছেন। যা সম্পূর্ণ জনস্বার্থে।
এসময় তিনি উল্লেখ করেন যেহেতু টার্মিনালের জন্য পৌরসভার নিজস্ব কোনো জমি নেই তাই সরকারের পড়ে থাকা পরিত্যক্ত জমিতে এসব করা হচ্ছে। এটি নিয়েও একটি গণমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়।
সাম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করে মেয়র রেজাউল করিম খোকন বলেন, এতদিন বারইয়াহাট পৌর বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ফল দোকান থেকে শুরু করে নানা ধরনের বাজার বসত। আমরা এখন তাদের ফুটপাত থেকে অপসারণ করে মহাসড়ক থেকে দূরে অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ নেই। যা পৌরসভার সভায় রেজুলেশন আকারে সিদ্ধান্ত নেয়া হয়।
মেয়র দাবি করেন, এ বিষয়টি নিয়েও একটি গণমাধ্যম ঢালাওভাবে অপপ্রচার করে। যা দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে আমি মনে করি।
এসময় মেয়র জনস্বার্থে পৌরসভার উদ্যোগে নেয়া কাজের অপপ্রচার বন্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা ও প্রধান প্রকৌশলী সমর মজুমদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়