‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের চিত্রনায়ক সোহেল রানার রাবার বাগান সংলগ্ন হাতিরডেবা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর করলিয়ামুরা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী (৫৩)। তিনি উত্তর করলিয়ামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পেশায় একজন কৃষক।
সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, বন্য হাতির আক্রমনে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়