‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

ঝিকরগাছা : জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন, যশোরের সহকারী তথ্য অফিসার এলিন সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক, সহকারী তথ্য অফিসার রমজান আলী, এপিএই অপারেটর অসিম কুমার রায়, মোহাম্মদ মোস্তফা। সমাবেশে ৬০ জন নারী অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়