হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

স্পোর্টস বাংলার জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের ষষ্ঠ রাউন্ডের খেলায় গতকাল স্পোর্টস বাংলা ৩-১ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলকে হারিয়েছে। স্পোর্টস বাংলা ৬ খেলায় পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ষষ্ঠ রাউন্ডের খেলায় মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচ তলাস্থ সভাকক্ষ ও তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় আসাদ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনাকে, বিডি চেস ইন স্কুল ৪-০ গেম পয়েন্টে সোহাম্মদপুর চেস ক্লাবকে।
(রেড), দাবারু স্পন্দন চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। কুমিল্লা ভিক্টোরিয়ানস চেস টিম ২-২ গেম পয়েন্টে আফরোজা চেস ওয়ার্ল্ডের সঙ্গে ড্র করে। মর্নিং গেøারি চেস ক্লাব-কুষ্টিয়া ১-০ গেম পয়েন্টে মাস্টার মাইন্ড চেস ক্লাবের বিরুদ্ধে, দিপালী মেমোরিয়াল ক্লাব ২-১ গেম পয়েন্টে হাতিরঝিল চেস ফোরামের বিরুদ্ধে, আইমারস ২-১ ২-১ গেম পয়েন্টে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের বিরুদ্ধে, ইপসা চেস বিডি ১.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাব ২-০ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে এগিয়ে রয়েছে। বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব ১-১ পয়েন্টে লিজেন্ড ফারাজ চেস টিমের সঙ্গে খেলছে। সপ্তম রাউন্ডের খেলা আজ বেলা তিনটা হতে একই স্থানে ফের শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়