হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

পাবনায় চাঁদা আদায় : সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালক সমিতির নামে সাধারণ চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মুজাহিদ ক্লাব মোড়ে সাধারণ অটোচালকরা একত্রিত হয়ে এই প্রতিবাদ করেন।
অটোবাইক চালকরা বলেন, পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার নিবন্ধিত সব অটোবাইক লাল ও হলুদ রং করে প্রতিচালকদের কাছ থেকে ৫শ টাকা হাতিয়ে নিচ্ছে এবং প্রতি মাসে ৩শ টাকা হারে মাসিক চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বিক্ষোভকারীরা এই অবৈধ কমিটি বাতিলের দাবি করেন। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়