হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

কুতুবদিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফিশিং বোট পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফিশিং বোটের মালিক উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম জানান, তার ৪৫ অশ্বশক্তিসম্পন্ন একটি ফিশিং বোট মেরামতের জন্য গত সোমবার রাতে বাঁশখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকইয়ার্ডে তোলেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ডকইয়ার্ডে থাকা অন্যান্য বোট রক্ষার জন্য আগুন লাগা ওই বোটটি পাশেই খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দুঘণ্টা ভাসমান অবস্থায় বোটটি পুড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।
ওই এলাকার নেজাম উদ্দিন জানান, ফিশিং বোটটি মেরামতের জন্য গতকাল রাতেই ডকইয়ার্ডে তোলা হয়েছিল। তবে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি।
এখন এটি মেরামতে অন্তত ১৫ লাখ টাকা খরচ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়