প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

শ্যামল-মেহজাবীনের ‘দ্য সাইলেন্স’

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : রহস্যময় নাটকে আপেল ছিঁড়ছেন অভিনেত্রী মেহজাবীন এবং তা আবার তুলে দিচ্ছে অভিনেতা শ্যামল মাওলার হাতে। প্রকাশিত স্থিরচিত্রে ধর্মীয় বিবেচনায় বেশ স্পর্শকাতর গল্পের ছায়া পড়েছে এতে। মেহজাবীন-শ্যামলের ছবিটিকে আরো রহস্যময় করে তুলল এর নির্মাতা ভিকি জাহেদের শেয়ার করা ক্যাপশন। বললেন, সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। মানুষ নিষিদ্ধ জিনিসকে ভালোবাসেও বেশি। এ রকমই এক নিষিদ্ধ ভালোবাসার গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। তবে কি আদম-হাওয়ার আগমনের ঘটনা বলবে এই গল্পে? তবে তা প্রকাশ করেননি। ভিকি জানালেন, দুই দম্পতির মধ্যকার দ্ব›দ্ব-প্রতিযোগিতা উঠে আসবে এই সিরিজে। কিন্তু তাদের মধ্যে কী নিয়ে দ্ব›দ্ব, সেটাই মূল রহস্য। অভিনেত্রী মেহজাবীন বলেন, “এখন ওটিটিতে নানা ধরনের কাজ হচ্ছে। রহস্যময় গল্পের সিরিজের সংখ্যাও কম নয়। এরপরও ‘দ্য সাইলেন্স’ সিরিজের গল্প আমার কাছে ভিন্ন ধাঁচের মনে হয়েছে। তাই আনন্দ নিয়েই কাজটি করেছি।” তিনি আরো বলেন, “ভিকি জাহেদ নির্মাতা হিসেবে কতটা পরিণত ‘দ্য সাইলেন্স’ থেকে দর্শক এর প্রমাণ পাবেন। এর আগে তার পরিচালনায় ‘পুনর্জন্ম’, ‘জন্মদাগ’, ‘কায়কোবাদ’, ‘ইরিনা’, ‘রেডরাম’, ‘চিরকাল আজ’, ‘রেহনুমা’, ‘নির্বাসন’সহ আরো বেশ কিছু নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা পেয়েছি। ভিকির নির্মাণ, গল্প উপস্থাপন ভঙ্গি সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। কাজের বিষয়ে আমাদের বোঝাপড়া বেশ ভালো। সে কারণেই সিরিজটি সময়োপযোগী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করে গেছি। ‘দ্য সাইলেন্স’ দর্শক মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।” আগামী ২৯ জানুয়ারি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে ‘দ্য সাইলেন্স’র প্রিমিয়ার হবে। এরপর তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ। তবে সেই তারিখটি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান নির্মাতা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, আবদুর নূর সজল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়