সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

টলিউড : তারকার ফিটনেস রহস্য

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

টলিউডের অভিনয়শিল্পীদের সম্পর্কে জানতে আগ্রহী মানুষের সংখ্যা আমাদের দেশেও কম নেই। ভাষা এবং সংস্কৃতি অনেকাংশে মিলে যাওয়ার কারণে তাদের আইডলও মানেন অনেকে। টলিউড তারকাদের অনেকের বয়স বাড়লেও তার ছাপ নেই চেহারায়। দিন দিন উজ্জ্বলতা আরো বেড়ে চলেছে যেন। কীভাবে তারা এতটা ফিট থাকছেন? চলুন জেনে নেয়া যাক সেই রহস্য

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কয়েক যুগ ধরেই সগর্বে নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। ষাটের কোঠায় পা রেখেছেন তিনি কিন্তু তাকে দেখে সে কথা কে বলবে! এর বড় কারণ হলো খাবারের বিষয়ে তিনি খুবই সচেতন থাকেন। বাইরের কোনো খাবারই মুখে তোলেন না। এদিকে প্রতিদিনের খাবারের সঙ্গে শসা আর টক দই থাকা চাই। সেই সঙ্গে থাকে ফলের রসও। নিয়ম মেনে পুষ্টিকর খাবার খান। শরীরচর্চাও চলে নিয়মিত। আর তাই তো এই বয়সেও তিনি এতটা ফিট।

মিমি চক্রবর্তী
টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় এসেছিলেন মিমি চক্রবর্তী। এরপর আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছেন আপন আলোয়। সুন্দর অভিনয়ের পাশাপাশি সুন্দরভাবেই ধরে রেখেছেন নিজের ফিটনেস। তিনি কী খান? খাবারের ক্ষেত্রে অতিরিক্ত তেল-মসলা একেবারেই এড়িয়ে চলেন। বেশি ভালোবাসেন গ্রিলড খাবার খেতে। সেই সঙ্গে কড়া নজর রাখেন শরীরচর্চার দিকে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে নিজের চিট ডের ছবি আপ করে থাকেন। সেদিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, নিজের ফিটনেস নিয়ে কতটা সচেতন এই অভিনেত্রী।

অনির্বাণ ভট্টাচার্য
অনির্বাণ ভট্টাচার্য অনেক তরুণীর কাছেই আকর্ষণীয়। তার ফিটনেসও এর বড় কারণ। তবে এই অভিনেতা ডায়েট নিয়ে খুব একটা ভাবেন না। বরং নানা পদের বাঙালি খাবার যেমন- ডাল-ভাত, মাছ-মাংস, সবজি দিয়ে আরাম করে খেতে পছন্দ করেন দুপুর ও রাতে। ভাতের বদলে রুটিও রাখেন মাঝেমাঝে।

মধুমিতা সরকার
মধুমিতা সরকার হলো সবার প্রিয় ‘পাখি’। ‘বোঝে না সে বোঝে না’ নামক টিভি সিরিয়ালে তার চরিত্র ছিল এই নামেই। সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই চরিত্রটি। সেখান থেকে সিনেমায় নাম লেখান। এখন আলোচিত নায়িকাদেরও একজন তিনি। ‘চিনি’ নামক সিনেমা করার সময় সৌরভ দাস ফাঁস করেন মধুমিতার খাবারের ফিরিস্তি। জানা যায়, বেশির ভাগ সময় শরবতের ওপর চলেন তিনি। ছাতুর শরবত তার বেশি পছন্দের।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়