আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

১৫ বছর পালিয়ে থাকা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : কিশোরগঞ্জ জেলার আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৫ বছর ধরে পলাতক আসামি সোহেল মিয়াকে (৪৮) চট্টগ্রামের পাহাড়তলী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোহেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মৃত আইনব আলীর পুত্র। ১৮ জানুয়ারি (বুধবার) রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলি এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার ১৫ বছর বয়সের এক কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিত এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক করতে চাইত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল মিয়া। এতে ওই কিশোরী রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালের ১৩ মার্চ প্রথমে অপহরণ ও পরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় সোহেল মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে সোহেল মিয়া। সবশেষ চট্টগ্রামে এসে নিজেকে আত্মগোপনে রাখে। ২০২১ সালের ১৫ মার্চ সোহেল মিয়াকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পয়োয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ১৫ বছর ধরে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল মিয়াকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়