আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

সীতাকুণ্ডে পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে : সীতাকুণ্ডে ১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বুধবার এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় বাসু পাল ও রতন পাল নামে ২ জনকে আটক করেছে।
থানা পুলিশ জানায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই পাপেল রায় সঙ্গীয় ফোর্সসহ বুধবার যানজট নিরসনে দায়িত্ব পালনকালে বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের মধ্যে বাসু পাল ওরফে সুমন (৩৫) ও রতন পালকে (৬০) আটক করে। এক পর্যায়ে দেহ তল্লাশি করে তাদের পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
আটক বাসু পাল প্রকাশ সুমন চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনীল পালের ছেলে আর রতন পাল কোতোয়ালির পাথর ঘাটার নজুমিয়া লেইনের মৃত শশাংক পালের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়