আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

শুল্ক ফাঁকি রোধ : এনবিআর ও বেপজার সিস্টেমে আন্তঃসংযোগ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এনবিআর থেকে কাস্টমস অটোমেশন শাখা থেকে ইস্যু করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠির সূত্রে জানা যায়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ইস্যু করা এক্সপোর্ট ও ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকেই এ সংক্রান্ত তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব হবে।
এর ফলে চোরাচালান ও শুল্ক ফাঁকি সংক্রান্ত সব অপরাধ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা সম্ভব হবে।
সূত্র আরো জানায়, আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো। বেপজার ইমপোর্ট পারমিট ব্যবহারের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিলের কার্যক্রম গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দপ্তরগুলোর রপ্তানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমে ধারণ করা ছাড়া কোনো ধরনের শুল্কায়নের কার্যক্রম সম্পন্ন করা যাবে না।
এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে বলেও চিঠিতে জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়