আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

রাজধানীর সরকারি কলেজ : অধ্যক্ষের কক্ষে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা শহরের সরকারি সব কলেজের অধ্যক্ষের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধ্যক্ষদের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। স¤প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় মাউশি মহাপরিচালক সরকারি কলেজসমূহের অধ্যক্ষের কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবনায় বলা হয়, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে তাদের কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।
এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজসমূহের অধ্যক্ষদের কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান।
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের বরাবর দাখিলের আহ্বান জানানো হয়। মাউশির কলেজ শাখা-১ এর উপপরিচালককে আহ্বায়ক করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়