আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

মাসে ৩টি করে ডাকাতির টার্গেট করত ইছা খাঁ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইছা খাঁ ওরফে রাজ্জাক (৩৪), সৈয়দ জসিম উদ্দিন (৫০) ও নুর ইসলাম (২৮)।
প্রতি মাসে অন্তত ৩টি করে ডাকাতি করত চক্রটি। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব গতকাল বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, দুটি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাদের মূল নেতৃত্বে ইছা খাঁ ওরফে রাজ্জাক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে। গত এক মাসে তারা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পটুয়াখালী ও কুড়িগ্রামে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করেছে। এছাড়া তারা অস্ত্রের ভয় দেখিয়ে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। প্রতি মাসে তারা অন্তত ৩টি ডাকাতি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়