আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

চট্টগ্রামে দুই বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরীতে দুই সহোদর বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বোনের মৃত্যু হয়। পরে বিকালে আরেক বোনও মারা যান। তবে মারা যাওয়া দুই বোনের স্বজনরা বলছেন, ছারপোকার ওষুধে ‘বিষক্রিয়ায়’ দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাহিমা (২২) ও ফজিলা (১৯)। দুইবোনই গার্মেন্টসে চাকরি করতেন। তারা নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার বাসিন্দা, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া থানায়।
দুই বোনের স্বজনরা জানিয়েছেন, বুধবার রাতে ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে ঘুমাতে যান দুই বোন। ওষুধ ছিটানোর ঘণ্টা দুয়েক পর তাদের শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাদের অপর বড় বোন এসে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে এক বোনকে দুপুরের দিকে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরেক বোনও অসুস্থ হলে তাকেও বিকালের দিকে হাসপাতালে ভর্তি করার পর তিনিও মারা যান।
তাদের বড় বোন নাজমা আখতার বলেন, আমার দুইবোনই চাকরি করে। এর মধ্যে রাহিমা সুয়েটার ফ্যাক্টরিতে এবং ফজিলা ইয়ং ওয়ানে কাজ করে। কাল রাতে অফিস শেষ করে বাসায় আসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তারা ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটায়। এরপর তারা ভাত খেয়ে ঘুমাতে আসার সময় শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তারা দুইজনই অসুস্থ হয়ে পড়ে।
রাত পর্যন্ত পর্যবেক্ষণ করে সকালে আমি দ্রুত তাদের বন্দরটিলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে দুপুরের দিকে ছোট বোনকে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরে বড় বোনও অসুস্থ হলে তাকে ভর্তি করা হয়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ইপিজেড থানার ওসি মো. আবদুর রহিম বলেন, দুইবোনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। যেটুকু জেনেছি, দুইবোনকে অসুস্থ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়