আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

পিআইআরএফের আগের কমিটি বহাল

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) ২০২৩-২৪ মেয়াদের জন্য আগের কার্যনির্বাহী কমিটিই বহাল রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর ‘বাগিচা রেস্টুরেন্টে’ কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধাস্ত নেয়া হয়। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান সভাপতি এবং দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আতাউর রহমান সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। এছাড়া সহসভাপতি দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু ও আরটিভির রুহুল আমিন তুহিন, যুগ্মসম্পাদক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম, কোষাধ্যক্ষ সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জ¦ল জিসান, সাংগঠনিক সম্পাদক বণিক বার্তার নিহাল হাসনাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি, দপ্তর সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জামিল খান স্বপদে বহাল আছেন।
৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মর্তুজা হায়দার লিটন, দেশ টিভির মহিউদ্দিন, আজকের পত্রিকার রাশেদ নিজাম, আজকালের খবরের বেলাল উদ্দিন সেতু ও একাত্তর টিভির নাদিয়া শারমিন।
বিশেষ সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত হয়। নতুন সদস্য নেয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেন। এছাড়া বার্ষিক ফ্যামিলি ডে পালনের বিষয়েও আলোচনা হয় সভায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়