আরো এক মামলায় রফিকুল মাদানীর বিচার শুরু

আগের সংবাদ

নাশকতার শঙ্কায় সতর্ক আ.লীগ : ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ক্ষমতাসীন দলের, ‘পাল্টা কর্মসূচি’তে অস্বস্তি বিএনপির

পরের সংবাদ

জ্বালানি তেলের বাজারে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে গতকাল মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বাড়লেও কমেছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)।
বিশ্লেষকরা বলছেন, গত অর্ধ শতকের মধ্যে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় সর্বনি¤েœ নেমেছে। এমন খবরে বাজার নি¤œমুখী চাপে পড়েছে। ঠিক উল্টো দিকে দেশটি কোভিড-১৯ নীতিমালা শিথিল করায় চাহিদা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি আইসিই ফিউচারসে ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৬৯ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ১৫ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডব্লিউটিআইয়ের দাম ৭ সেন্ট বা দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৭৯ সেন্টে। ৪ জানুয়ারির পর প্রথম বাজার আদর্শটির দাম কমল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়