পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

লঙ্কানদের হারাতে পারলে সুপার সিক্সে টাইগ্রেসরা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গত শনিবার। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র ‘এ’ গ্রুপে খেলছে। বিশ্বকাপের শুরুর দিনেই অস্ট্রেলিয়ার মেয়েদের হারিয়েছে বাঘিনীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও প্রথম ম্যাচে হার মানিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় বেনোনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।
প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ উইকেটে জয় দিয়ে ভালোভাবে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। মাত্র ১৩০ রানেই তারা অস্ট্রেলিয়াকে থামতে বাধ্য করে। ১৩১ রানের তাড়ায় মাঠে নেমেই উইকেট হারালেও ম্যাচটি হাতছাড়া করেনি তারা। উইকেট সামলে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নিয়ে জয়ী হয় বাংলাদেশিরা।
শ্রীলঙ্কান নারীরাও একইভাবে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। যুক্তরাষ্ট্র তাদের কাছে কোনোভাবেই পাত্তা পায়নি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
বিশ ওভার শেষে তারা ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে পারে। লঙ্কান নারী বোলাররা তাদের ১০০ রান ছোঁয়ার আগেই সাজঘরে ফেরায়। মাত্র ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা ১০০ রান তুলে নেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কানরা।
গ্রুপ পর্বে আজ প্রথম ম্যাচে বিজয়ী দুই দল মুখোমুখি হবে। দুই দলকেই সুপার সিক্সের দিকে এক পা বাড়ানোর সুযোগ হাতছানি দিচ্ছে।
প্রতি গ্রুপে থাকা চার দলের মধ্যে তিনটি দল যেতে পারবে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশ সুপার সিক্সে থাকতে পারলে এ দলের সঙ্গে থাকবে নিজ গ্রুপের দুটি দল এবং গ্রুপ ‘ডি’ এর আরো তিনটি দল।
গ্রুপ পর্বে বাংলাদেশ ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। সুপার সিক্সের আগে বাংলাদেশের প্রতিটি ম্যাচই হবে বেনোনিতে।
এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী অনূর্ধ্ব-১৯ দল কখনো মুখোমুখি হয়নি। তবে ২০২২ সালে হওয়া কমনওয়েলথ গেমসে দুই দেশের নারী দল মুখোমুখি হয়েছিল।
সে ম্যাচে লঙ্কানদের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাঘিনীদের। সে টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছিল। একইভাবে লঙ্কানরাও প্রথম তিন ম্যাচে জয়ী হয়েছিল। তাই তাদের চতুর্থ ম্যাচটি এক প্রকারের ফাইনাল ম্যাচই ছিল। প্রথমে লঙ্কান নারীরা ব্যাটিংয়ে নেমে ১৩৬ রান করে। বড় কোনো লক্ষ্য না হলেও বাংলাদেশের নারী দল সেদিন মাত্র ১১৪ রান করেই মাঠ ছাড়ে। সঙ্গে তারা বিদায় নিয়েছিল কমনওয়েলথ গেমস থেকেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়