পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

ইংল্যান্ড সিরিজের আগেই হেড কোচ পাচ্ছে টাইগাররা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নতুন বছরের শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট দল প্রধান কোচ ছাড়া চলছে। টাইগারদের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গত ২৭ ডিসেম্বর ইমেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগের ব্যাপারে জানিয়ে দেন। তারপর থেকেই ফাঁকা আছে এ পদটি। এ বছর মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে টাইগারদের। তার আগেই প্রধান কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের গুরুদায়িত্ব কার কাছে যাবে সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে ইতোমধ্যেই কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক কোচ হাতুরুসিংহে। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘হাতুরুসিংহের কথা আমি বলতে পারছি না। আমি যেটা জানি, আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজের আগে আমরা একজন প্রধান কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করব।’
সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ওয়ানডে বিশ্বকাপও, যা ভারতের মাটিতে এ বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড সিরিজের মাধ্যমেই বাংলাদেশ দল বিশ্বকাপের মূল পরিকল্পনা করবে। টাইগাররা বিশ্বকাপের পরিকল্পনায় কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘না (পরিকল্পনায় সমস্যা হবে না)। আমার মনে হয় সময় চলে যায়নি যে কোচ এখনই চলে আসতে হবে। এখন বিপিএল হচ্ছে, আমাদের হাতে অনেক সময়ও আছে। তার আগে আমরা ইনশাল্লাহ কোচ নিয়োগ দিতে পারব। ইংল্যান্ডের (সিরিজের) আগে আমরা চেষ্টা করছি একজন কোচ নিয়োগ দেয়ার জন্য। ইংল্যান্ড সিরিজ থেকে আপনারা ধরতে পারেন যে আমাদের ক্যাম্পেইন শুরু বিশ্বকাপের জন্য।’
গত বছর ভারত সিরিজের পরপরই রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব ছাড়েন। কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে এমন কথা শোনা যাচ্ছিল এর আগে থেকেই। শেষে এর মধ্যেই তিনি নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তিনি দায়িত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আবারো শ্রীধরন শ্রীরাম ফিরেছিলেন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরই কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত দিয়েছিলেন জালাল ইউনুস।
ডমিঙ্গোর পদত্যাগের খবর তিনি নিশ্চিত করে বলেছিলেন, ‘রাসেল (ডমিঙ্গো) পদত্যাগ করেছে। গতকাল রাতে ই-মেইলে সে জানিয়ে দিয়েছে আমাদের। সুনির্দিষ্ট কোনো কারণ বলেনি। বোর্ডকে ধন্যবাদ দিয়ে, বাংলাদেশের ক্রিকেটকে শুভ কামনা জানিয়ে দায়িত্ব ছাড়ার কথা বলেছে।’ তিনি আরো যোগ করেছিলেন, ‘তার সঙ্গে আমাদের আলোচনা চলছিল। সেসবের বিস্তারিত বলতে চাই না। তবে সে আপসেই চলে যাচ্ছে, যা খুব ভালো। সে হয়তো বুঝতে পারছিল যে একটা পরিবর্তন আসবে টিম ম্যানেজমেন্টে। এজন্যই হয়তো পদত্যাগ করেছে।’
বিসিবির পরিচালকদের কথায় নানা সময়েই ডমিঙ্গোর কাজে অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে। বিসিবিপ্রধান নানা সময়ে যেমন প্রধান কোচের প্রশংসা করতেন তেমনি তার কাজ ভালো না হলে সমালোচনাও করতেন। দায়িত্ব ছাড়ার মাত্র এক মাস আগে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তার সাথে চুক্তি নবায়ন করা হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১১ মাস আগেই বিদায় নিয়েছেন তিনি।

জালাল ইউনুস ডমিঙ্গোর পদত্যাগের পরই ইংল্যান্ড সিরিজের আগে কোচ নিয়োগ দেয়ার ব্যাপারে জানিয়েছিলেন।
তবে এবার আরো নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন পরবর্তী সিরিজের আগেই কোচ পাবেন টাইগাররা। এ মাসের মধ্যেই কোচ পাওয়ার কথা জানিয়েছিলেন জালাল। ডমিঙ্গোর পদত্যাগের পর তিনি বলেছিলেন, ‘আমরা একজন কোচ খুঁজছি। ইংল্যান্ড সিরিজের আগে তো বটেই, আশা করি, আগামী মাসের মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলব সবকিছু।’
রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম আলোচনায় ছিল। জালাল ইউনুস গতকাল যে বক্তব্য দিয়েছেন তা থেকে সে গুঞ্জন সত্য হওয়ার বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। হাথুরুসিংহের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার নাম নিশ্চিতভাবে তখন না বললেও তিনি আসবেন না এমন তথ্যও সরাসরি দেননি তিনি। তখন প্রধান কোচের দায়িত্বের ব্যাপারে অনেকের সঙ্গেই কথা হয়েছিল বলে জানিয়েছিলেন। চূড়ান্ত নাম আসার আগে গণমাধ্যমে কোনো নাম প্রকাশ করতে চাননি তিনি।
রাসেল অধ্যায় শেষে ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দায়িত্বে শ্রীরাম যাবেন এমন তথ্য নিশ্চিত করেছিলেন তিনি। এ ব্যাপারে বলেছিলেন, ‘শ্রীরাম আবার আসছে, এটা একরকম চূড়ান্ত। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সে থাকবে, মোটামুটি নিশ্চিত। মূলত টি-টোয়েন্টির জন্যই সে থাকবে। সে আসার পর আরো কিছু নিয়ে আলাপ হতে পারে। নতুন প্রধান কোচ ততদিনে চলে আসবে আশা করি। তাকে নিয়ে শ্রীরামের সঙ্গে বসে তখন দায়িত্ব সমন্বয় করতে হবে কে কীভাবে কাজ করবে।’
ইংল্যান্ড সিরিজের আগে যে নতুন কোচ নিয়োগ দেয়া হবে তাকে টেস্ট ও ওয়ানডে দল ভাবনায় রেখেই নিয়োগ দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়