পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনে যোগদান এনআইসিভিডি পরিচালকের

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের মহাসচিব অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ইন্টারভেনশনাল কার্ডিওলজির মর্যাদাপূর্ণ ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনে যোগদান করেন। গত ১২-১৪ জানুয়ারি তিন দিনব্যাপী সিঙ্গাপুর সিটিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজির ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনে ‘ঝরহমধঢ়ড়ৎব খরাব ২০২৩’ অনুষ্ঠিত হয়। ওই বৈজ্ঞানিক অধিবেশনে বিশ্ব বরেণ্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অংশ নেন এবং তাদের গবেষণায় ইন্টারভেনশনাল কার্ডিওলজির বিভিন্ন কৌশল, তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন মহাসচিব অধ্যাপক ডা. মীর জামালউদ্দিন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এবং তার বৈজ্ঞানিক গবেষণাপত্রসহ আধুনিক ইন্টারভেনশনাল কার্ডিওলজির বিভিন্ন কৌশল ও তথ্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি অধ্যাপক মীর জামাল উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, বৈজ্ঞানিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজির অগ্রযাত্রাকে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং আমরা ও বিভিন্ন অত্যাধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরেছি যা আমাদের দেশে প্রয়োগ করতে পারবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়