মির্জা ফখরুল : বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী

আগের সংবাদ

সতর্ক-সংকুলানমুখী মুদ্রানীতি : আমানত সুদের ঊর্ধ্বসীমা প্রত্যাহার > নীতি সুদহার বাড়ল > রেপো সুদহার বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট

পরের সংবাদ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ হাজার ইয়াবা ও মদ জব্দ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ০১০০টার দিকে বিসিজি স্টেশন টেকনাফ টেকনাফ থানার তুলাতলী ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুলাতলী ঘাট হতে এক ব্যাক্তিকে প্লাস্টিকের বস্তাসহ মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য তাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে লোকটি বস্তাটি রাস্তার পাশে জঙ্গলে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে কোস্ট গার্ড সদস্যরা বস্তা তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বিজ্ঞপ্তি
অপরদিকে রাত ০৩৩০ টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন শাহপুরী দ্বীপের দক্ষিণ বীচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় ঝাউ বনের ভেতরে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা অবস্থায় বেশকিছু বস্তা পাওয়া যায়। কোস্ট গার্ড সদস্যরা ৪২টি বস্তা উদ্ধার করে ১০০৫ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দ করা ইয়াবা ও বিদেশি মদ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়