মির্জা ফখরুল : বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী

আগের সংবাদ

সতর্ক-সংকুলানমুখী মুদ্রানীতি : আমানত সুদের ঊর্ধ্বসীমা প্রত্যাহার > নীতি সুদহার বাড়ল > রেপো সুদহার বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট

পরের সংবাদ

এককের ঘরে ডেঙ্গুরোগী

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে দৈনিক ডেঙ্গুরোগীর সংখ্যা কমে এখন এক অঙ্কের ঘরে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। এর আগে ৯ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু ছিল সেটি। শুক্রবার রোগীর সংখ্যা ছিল ১০ জন। বৃহস্পতিবার ও বুধবার ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি। রোগী ছিল যথাক্রমে ১৮ ও ২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭ জন রোগীর মধ্যে ৫ জন ঢাকার এবং দুজন ঢাকার বাইরের।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৫০ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন।
২০২২ সালের ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন। এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন। চলতি জানুয়ারি মাসে ১৪ তারিখ সকাল ৮টা পর্যন্ত রোগীর সংখ্যা ৩৭৭ জন। মৃত্যু হয়েছে দুজনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়