আ.লীগ নেতা টিপু হত্যার প্রতিবেদন পেছাল

আগের সংবাদ

মাদকের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ : তালিকায় ৯৩ শীর্ষ মাদক কারবারি, এক লাখ মাদকাসক্ত, জনসচেতনতা বাড়াতে প্রস্তুত অ্যাপ

পরের সংবাদ

এডাবের অভিযোগ : এনজিওর কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নতুন নতুন আইন করে এনজিওদের কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব। তারা বলছে, অনেকেই চায় না এনজিওগুলো বিকশিত হোক। নতুন নতুন আইন করে ও নানাভাবে বাধাগ্রস্ত করে কার্যক্রম থামিয়ে দেয়া হচ্ছে। ফলে অনেক এনজিও বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকেই কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। ফলে দেশের উন্নয়ন অভিযাত্রার অগ্রপথিক হওয়া সত্ত্বেও সংকটের মুখে পড়েছে এই খাত। পরিস্থিতি উন্নয়নে সরকারের সহযোগিতা চান তারা।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে আয়োজিত ‘এনজিওদের উন্নয়ন অভিযাত্রায় গণমাধ্যমের সম্পৃক্ততা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। বৈঠকে ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন আব্দুল মতিন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এনজিওদের ভূমিকা অস্বীকার করা যাবে না। বর্তমানে দেশের বাজারে এনজিওদের মাধ্যমে ১ লাখ ৯১ হাজার কোটি টাকার প্রবাহ রয়েছে। কিন্তু স্বাধীনতার পর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও নানাভাবে এনজিওদের কার্যক্রমের স্বীকৃতি নেই, অথবা বাধাগ্রস্ত করা হচ্ছে।
সভায় উপস্থিত এনজিওর প্রতিনিধিরা অভিযোগ করেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিদেশ থেকে নিজ উদ্যোগে ফান্ড ম্যানেজ করে স্থানীয় পর্যায়ে কাজ করে। কিন্তু দেখা যায় সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রশাসকের দপ্তর থেকে অসহযোগিতা, অনিয়ম ও ঘুষ-দুর্নীতির কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা।
তারা আরো অভিযোগ করেন, এনজিওদের সহযোগিতার জন্য ৩টি প্রতিষ্ঠান রয়েছে দেশে- সমাজসেবা অধিদপ্তর, এনজিও ব্যুরো ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। কিন্তু এসব সংস্থার মধ্যেও রয়েছে সমন্বয়ের অভাব। এডাব তাদের সঙ্গে বারবার বসতে চাইলেও কেউ রাজি হচ্ছে না। ফলে সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে এডাব সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়