সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

সেমিনারে তথ্য : নিপা আক্রান্তের ৭১ শতাংশের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ এর চেয়েও নিপা ভাইরাসে মৃত্যুর হার বেশি। নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৭১ শতাংশ। কখনো কখনো তা শতভাগ। চলতি বছর দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি রাজশাহীর ৩৫ বছর বয়সি এক নারী বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
‘শীতের সংক্রামক রোগ এবং নিপা ভাইরাস সংক্রমণ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। আইইডিসিআর জানায়, ২০২২ সালে নিপা ভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। তারা দুজনই রাজশাহীর। তাই কাঁচা খেজুরের রস পান এনং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল বুধবার বিকালে প্রতিষ্ঠানের নতুন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, সহকারী অধ্যাপক ডা. মঞ্জুর হোসাইন খান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শারমিন সুলতানা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওসের আলম প্রমুখ।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। নিপা ভাইরাস ছড়ায় মূলত পশুপাখি বিশেষ করে বাদুড়ের মাধ্যমে। বাদুড় খেঁজুর গাছে বাঁধা হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে, মানুষের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়া বাদুড়ে খাওয়া ফলমূলের অংশ খেলেও এ রোগ ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়