সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

যাদের ঝুলিতে গোল্ডেন গেøাব পুরস্কার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি জানানো হয় গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ড শোতে। ১০ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় ১১ জানুয়ারি ভোর) লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে গত বছরের হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংগঠন হলিউড ফরেন প্রেস এসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়ে বিজয়ীদের নির্বাচন করেছেন। ৮০তম গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। তবে কারিগরি কাজে সম্পৃক্ত কারও জন্য স্বীকৃতি থাকে না এই আয়োজনে। এছাড়া দুজন পেয়েছেন আজীবন সম্মাননা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান কমেডিয়ান জেরড কারমাইকেল।
এবার সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে সেই গোল্ডেন গেøাব পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান। তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি। লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। আর কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। মৌলিক সুর আর দারুণ কোরিওগ্রাফিতে গানটি দর্শক-শ্রোতার মনে সুখের অনুভূতি ছড়িয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ‘আরআরআর’ ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তারা। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একনজরে এবারের গোল্ডেন গেøাব বিজয়ীদের তালিকা
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা) : দ্য ফেবেলম্যান
শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : দ্য বনশিস অব ইনশারিন
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা) : কেট ব্ল্যানচেট
সিনেমায় সেরা মৌলিক গান : ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’
শ্রেষ্ঠ ড্রামা সিরিজ : হাউজ অব দ্য ড্রাগন
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : স্টিভেন স্পিলবার্গ
শ্রেষ্ঠ চিত্রনাট্য : মার্টিন ম্যাকডোনাগ
ইংরেজি ভাষার বাইরে শ্রেষ্ঠ চলচ্চিত্র : আর্জেন্টিনা, ১৯৮৫
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : অস্টিন বাটলার
শ্রেষ্ঠ এনিমেশন ফিল্ম : গিলারমো ডেল টরোস পিনোচিও
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : মিশেল ইয়োহ
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : কলিন ফারেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়