সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

মুক্তির অনুমতি পেল ‘জেকে ১৯৭১’

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নির্মাতা ফাখরুল আরেফিন খানের পরিচালনায় মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটের সিনেমা ‘জেকে ১৯৭১’। সিনেমায় তুলে ধরা হয়েছে ‘১৯৭১’র একটি বিশেষ ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। তার সেই বীরত্বগাথাকে উপজীব্য করেই সাজানো হয়েছে সিনেমাটি। বলা হচ্ছে, এটি দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা। যেটার ভাষা ইংরেজি ও শিল্পীরাও ভিনদেশি। গত সোমবার কোনো কাটছাঁট ছাড়াই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সঙ্গে মিলেছে ভূয়সী প্রশংসা। মঙ্গলবার সন্ধ্যায় ছাড়পত্র হাতে পান নির্মাতা ফাখরুল আরেফিন খান। তার অনুভূতি, ‘সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে তাদের মতামত জানিয়েছেন, প্রশংসা করেছেন। এজন্য আমরা আনন্দিত। আশা করছি শিগগিরই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারব।’ এদিকে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘জেকে ১৯৭১’। জানা গেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা শাখায় প্রতিযোগিতা করবে সিনেমাটি। এ বিষয়ে উৎসবের পরিচালক মুজতবা জামান বললেন, ‘সিনেমাটি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পরিচালক, সমালোচকদের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এটিকে উদ্বোধনী সিনেমা হিসেবে বাছাই করা হয়েছে।’ বিষয়টি নিয়ে উচ্ছ¡সিত সিনেমার পরিচালকও। তার ভাষ্য, ‘এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী সিনেমা মানে অনেক সম্মানের বিষয়। ভালো লাগছে। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। স্বাধীনতার ৫১ বছর পর এমন একটি গল্প দর্শকদের দেখানো আমার জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা হবে।’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ। এছাড়া আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রæসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ। ইতোপূর্বে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতেছে ‘জেকে ১৯৭১’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়