ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

প্রথমবার সিনেমায় গাইলেন অনিমেষ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : কোক স্টুডিওর ‘নাসেক নাসেক’খ্যাত গায়ক অনিমেষ রায় এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। সোহেল রানা বয়াতির নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’র “সোনার মন” শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এ তরুণ গায়ক। গীতিকবি সুজন হাজংয়ের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। অনিমেষ রায় বলেন, ‘আমি ভাগ্যবান যে জীবনে প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি শ্রদ্ধেয় ইমন ভাইয়ের সংগীত পরিচালনায়। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! গীতিকবি সুজন দাদা ও পরিচালক বয়াতি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’ ‘নয়া মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। তিনি বলেন, ‘নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প।’ তিনি জানান, এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাত-প্রতিঘাত দেখানো হয়েছে। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন রওনক হাসান, আশীষ খন্দকার, মৌসুমী হামিদ প্রমুখ।
, বদরুদ্দোজা, স্মরণ সাহা, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়