প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

সেনেগালে ২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ৪০ জনের

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় গত রবিবার ভোর সোয়া ৩টার দিকে দেশটির প্রধান জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি, বিবিসির।
সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। দেশটির ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ আসনের ধারণক্ষমতাসম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বাসটির টায়ার ফেটে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়