প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ১৪ গোল : গ্রুপসেরার হাতছানি যুবাদের

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ওমানের মাসকাটে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে একের পর এক চমক দেখিয়ে চলছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ উজবেকিস্তানকে হারাতে পারলে গ্রুপসেরা হবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে যুবারা যেভাবে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে তাতে সহজ জয় পাওয়ার কথা কোচ মামুনুর রশীদের শিষ্যদের। ওমানের মাসকাটে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে হারিয়েছে। এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ হকি দল নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে। শ্রীলঙ্কাকে হারানোর ফলে পরপর দুই ম্যাচ জিতে লাল-সবুজের প্রতিনিধিরা সেমিফাইনাল নিশ্চিত করার সঙ্গে সঙ্গে জুনিয়র এশিয়া কাপের টিকেটও নিশ্চিত করেছে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দল। শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কা যা একটু বাংলাদেশকে আটকে রাখতে পারে, তা শুরুর সাত মিনিট পর্যন্ত। মোহাম্মদ জনি পোস্টের আগল খুলে দেয়ার পর হাসান, আমিরুল, আলি, হোসেনরা গোল করতে থাকেন মুড়ি-মুড়কির মতো।
চার কোয়ার্টারের ম্যাচে প্রথম বিরতির আগেই আট গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরো পাঁচবার লক্ষ্যভেদে আনন্দে মাতে দল। শেষ কোয়ার্টারে আরো এক গোলে বড় জয় নিশ্চিত হয়।
দলের জয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দেন আমিরুল ইসলাম, হ্যাটট্রিক করেন মোহাম্মদ হাসান। সর্বোচ্চ ৫ গোল করেছেন আমিরুল ইসলাম যার মধ্যে ৪টিই পেনাল্টি কর্নারে। ১টি গোল পেনাল্টি স্ট্রোকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া বিকেএসপির ছাত্র আমিরুলকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ মামুনুর রশীদ। ম্যাচ শেষে কোচ বলেন, ‘আমিরুলের মধ্যে ভবিষ্যতের আশরাফুল ইসলামকে দেখতে পাচ্ছি। পেনাল্টি কর্নারে সে যেভাবে ড্র্যাগ ফ্লিক নিয়ে গোল করেছে, সেটা সত্যি অসাধারণ।’
৩টি করে গোল করেন রকিবুল হাসান ও জাহিদ হোসেন। ২টি গোল ওবায়দুল হকের। ১টি গোল তাসিন আলীর। বাংলাদেশ ফিল্ড গোল করেছে ৯টি। ৪টি গোল আসে পেনাল্টি কর্নারে। ১টি গোল পেনাল্টি স্ট্রোকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম। আজ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মোকাবেলা করবে যুবারা। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার শেষ ম্যাচ নির্ধারণ করবে কোন দল গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে। ৮ দেশের এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল খেলবে এ বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।
এবার এএইচএফ কাপে বাংলাদেশ খেলছে বি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে চীন তাইপে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ওমান। এএইচএফ কাপের সেরা পাঁচ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। আর এশিয়া কাপের সেরা তিনটি দল সুযোগ পাবে জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলার। বাংলাদেশ গ্রুপ পর্বে ৯ জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। বাংলাদেশের জাতীয় যুব হকি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। ঢাকায় হওয়ার কথা ছিল ১০ জাতির জুনিয়র এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় এশিয়ান হকি ফেডারেশন। অবশেষে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেল বাংলাদেশ জুনিয়র হকি দল। যদিও বয়সের কারণে আগের দলের বেশির ভাগই খেলতে পারছেন না ওমানের জুনিয়র এএইচএফ কাপে। ওই দল থেকে সুযোগ পেয়েছেন মাত্র তিনজন- গোলরক্ষক নুরুজ্জামান নয়ন, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত ও আবেদ উদ্দিন।
মাত্র ১৫ দিনের অনুশীলন শেষে ওমানে গিয়েছে বাংলাদেশ যুব দল। দলের কোচ মামুনুর রশীদ ওমান যাবার আগে এত অল্প সময়ের প্রস্তুতির পরও চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেছেন। সদ্য শেষ হওয়া জাতীয় যুব হকি থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এবারের দল। এই দলে সুযোগ পেয়েছেন যুব হকির সেরার পুরস্কার পাওয়া রকিবুল হাসান। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে রকিবুল ও প্রিন্স লালের। এছাড়া দলটির সব খেলোয়াড়ই বিকেএসপির। এটাও বড় সুবিধা বলে মনে করছেন কোচ, ‘এই দলের ১২ জন বিকেএসপির বর্তমান খেলোয়াড়। বাকিরা বিকেএসপির সাবেক খেলোয়াড়। দলের মধ্যে সবার বোঝাপড়াটা এজন্য ভালো।
হংকংয়ের বিপক্ষে সুলতান কাবুস কমপ্লেক্সে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ফিল্ড গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মোহাম্মদ আলী। ১৪তম মিনিটে ব্যবধান ২-০ করেন মোহাম্মদ হাসান।
দ্বিতীয় কোয়ার্টারেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ করেন আমিরুল ইসলাম। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন (৪-০) মোহাম্মদ আলী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়