প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

রিকশার ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোহাম্মদ আবু ছৈয়দ (৩২) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে কেরানীহাট-বাঁশখালী সড়কের ডলু ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আবু ছৈয়দ কক্সবাজারের রামুর গর্জনিয়ার মাঝিরপাড়া এলাকার মো. ইউনুচের ছেলে। তিনি সাতকানিয়া পৌরসভা সদরের ডলু সেতু এলাকায় একটি লোহার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ডলু ব্রিজ এলাকায় আবু ছৈয়দ তার মালিকের দোকান থেকে কিছু লোহার বার কাঁধে নিয়ে সড়ক পার হচ্ছিলেন।
এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে জোরে ধাক্কা দেয়। এতে আবু সৈয়দ সড়কের উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু ছৈয়দকে মৃত বলে ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ব্যাটারিচালিত রিকশাটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়