প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

যুদ্ধবিরতি শেষে বিজয়ের শপথ রাশিয়ার : ইউক্রেনে নতুন করে হামলায় নিহত এক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাস পালনের জন্য একতরফা যুদ্ধবিরতি শেষে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত শুক্রবার ৩৬ ঘণ্টার ওই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ভণ্ডামি হিসেবে অ্যাখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে পুতিন ঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ইউক্রেনের পূর্বাঞ্চলে গত শনিবার রাতভর রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। বড়দিনে রাশিয়াঘোষিত একতরফা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পরপরই এসব হামলা হয়। খবর রয়টার্সের। গতকাল রবিবার স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
ইউক্রেনে অর্থোডক্স খ্রিস্টানদের বেশির ভাগ অংশ ঐতিহ্যগতভাবে ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করে। রাশিয়াতেও তাই। তবে এ বছর ইউক্রেনের অর্থোডক্স চার্চে ২৫ ডিসেম্বরেও বড়দিন উদযাপিত হয়েছে। আবার গতকালও অনেকে বিভিন্ন গির্জা ও ক্যাথেড্রালে জড়ো হয়ে বড়দিন উদযাপন করেন।
অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। ইউক্রেন এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল। যুদ্ধের সম্মুখসারিতে গোলা হামলা অব্যাহত ছিল।
পুতিনঘোষিত একতরফা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর শনিবার মধ্যরাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের গভর্নর ওলেহ সিনেহুবভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, ওই অঞ্চলে রাশিয়ার গোলা হামলায় ৫০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন।

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, অঞ্চলটিতে রাতভর ৯টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিকভাবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়