প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে গণপিটুনিতে মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন পাশের গ্রাম ফরিদপুরের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে ৩টার দিকে সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদের মুদি দোকানে চোর ঢুকে।
বিষয়টি টের পেয়ে দোকানিকে ফোন দেন পাশের বাড়ির রফিক।
এ সময় স্থানীয়রা সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রবিবার
সকালে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের মা গার্মেন্টসকর্মী মিলি বেগম বলেন, ‘আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রবিবার সকালে শুনি, সাতবাড়িয়া গ্রামে আমার ছেলে খুন হয়েছে।’
তিনি বলেন, ‘আমার ছেলে কখনো চুরি-ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনো দিন এ ধরনের অভিযোগও দেয়নি। তারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’
কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঁইয়া জানান, মূলত চুরির সময়ই তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় ধাওয়া খেয়ে তার সহযোগী অপরজন পালিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে চুরির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা থানায় একটি হত্যা মামলা করেছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়