কুমিল্লাকে হারের স্বাদ দিল রংপুর

আগের সংবাদ

বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য বাড়ানোয় জোর প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

ড. রুমানা ইসলাম : বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে কাজ করছি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তিঃ বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো, ২০২৩’ শীর্ষক পুজিবাজার মেলার দ্বিতীয় দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম সেমিনারে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে প্যানেল আলোচক ছিলেন মোহাম্মাদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক, বিএসইসি, মো. ছায়েদুর রহমান, প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এবং ফখরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক প্রথম আলো। সেমিনারে সেশন চেয়ার ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. রুমানা ইসলাম বলেন, আমাদের দেশের কোম্পানিগুলো কস্ট ও কমপ্লায়েন্সের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় না। তারা চায় কম আইন মেনে কিভাবে বেশি মুনাফা অর্জন করা যায়। তিনি আরো বলেন, পুঁজিবাজার খুবই সেনসিটিভ যায়গা। যেসব বিষয় অর্থনীতিকে প্রভাবিত করে তা পুঁজিবাজারকেও প্রভাবিত করে। কোভিড-১৯ অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোকে প্রভাবিত করেছে তেমনি আমাদের অর্থনীতিকেও প্রভাবিত করেছে। যদিও এসব পরিস্থিতি উত্তরণে কিছুটা সময় লাগবে, তারপরও আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান দরকার, আমরা বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়