সিইসি কাজী হাবিবুল আউয়াল : শান্তিপূর্ণ গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট পড়েছে ৩৫ শতাংশ

আগের সংবাদ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী : নির্বাচনের আগে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে > উদ্ভট ধারণা প্রশ্রয় দেবেন না

পরের সংবাদ

শুকনো গাঙে সাত প্রহরের বসবাস

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি ঘরে আসার আগেও চলতো মৈথুনে সুখ খোঁজা-
এখনো চলে তুমিহীন শূন্য ঘরে!
অষ্টাদশী মৈথুনের ধারা বদলে এসেছে বৈপ্লবিক অগ্রগতি;
তবু একবিংশ শতাব্দীতেও দেখি উনিশের শোক।
নিশিরাত!
উদ্যোমী সকাল!
ক্লান্ত দুপুর! ঝিমানো বিকেল!
ঘুম ভেঙে জেগে উঠি, কেঁপে উঠে ক্ষণে ক্ষণে মহাকাল!
বনপাকুড়ের ঝোপে আড়াল করি হতাশা আর মানসিক অবসাদ।
তারপর না পাওয়ার ব্যথা ভুলে শুকনো গাঙে সাত প্রহরের বসবাস।
আকাশে কালো মেঘ,
বইছে বাতাস; উড়ছে আবেগ।
উড়ে গেলে যাক ঘরের ফুটো চালা ফুটন্ত ফুল
গিরিখাতে ঝর্না এলে থই থই পুকুর;
ডুবি,
ডুবাই-
তরী বেয়ে ঘাটে ফিরি তরতাজা মন কতকিছু ভুলে।
অবাধ্য শরীর! অভুক্ত পেট! ভেজা দরজায়-
তবু সময় অসময় মৈথুনে সুখ খুঁজে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়